হে হিন্দু সনাতনী
আপনারা সকলেই অবগত আছেন যে, বাংলার দুর্গাপূজা বা দুর্গোৎসব সারা বিশ্বব্যাপী পালিত ও সমাদৃত।ইউনিসেফ আমাদের সনাতন হিন্দু ধর্মের এই দুর্গাপূজাকে ইউনিভার্সাল কালচারাল হেরিটেজ বলে ঘোষণা করেছে।এটা আমাদের গর্ব ও গৌরবের বিষয়।
আমরা নিউটাউন সনাতনী সার্বজনীন দুর্গাপূজা আয়োজনের মাধ্যমে এই গৌরবের অংশভাগী হতে চাই। আর আপনাদেরও এই আয়োজনে সামিল করতে চাই। আপনারা বাংলা,ভারতবর্ষ তথা বিশ্বের যে প্রান্তেরযে কোণাতেই থাকুন না কেন, সকলকে আমাদের অনুরোধ, এই পূজায় একাত্ম হোন।আসুন, সনাতনীদের জাগরণ ও একত্রিকরণের মাধ্যমে সনাতন ধর্মকে বিশ্বমঞ্চে আরও একবার তুলে ধরি।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, অন্ততপক্ষে এক কোটি সনাতনী হিন্দু ধর্মপ্রাণ মানুষকে যেন একত্রিত করতে পারি।আমাদের এই কাজে আপনাদের সক্রিয় যোগদান প্রার্থনা করি।এই পরিকল্পনাতে আপনাদের আর্থিক সামর্থ্যমত অনুদান আমাদের কাছে মহা মূল্যবান ও গুরুত্বপূর্ণ। আপনাদের অনুদানের সম্মান নিধি বিশেষ ভাবে নথিভুক্ত করে আগামীতে আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরী করবো, এই অঙ্গীকার রাখলাম।
“নিজে যুক্ত হোন, অন্যকে সংযুক্ত করুন এবং সনাতনী হিন্দু ধর্মপ্রাণ মানুষদের একত্রিত করুন।‘’
You all are aware that Durga Puja or Durga Festival of Bengal is celebrated and appreciated all over the world. UNICEF has declared this Durga Puja of our traditional Hindu religion as Universal Cultural Heritage. It is our pride and glory.
We want to be a part of this glory by organizing New Town Sanatani Sarbojanin Durga Puja and I want to join you in this event. No matter where you live in Bengal, India or any part of the world, we request you all to unite in this puja. Let's bring Sanatan Dharma once again to the world stage by awakening and consolidating the Sanatanis.
Our future plan is to unite at least one crore people of traditional Hindu religion. We request your active participation in this work. Your contribution to this plan according to your financial capacity is very valuable and important to us. I promise to make a communication channel with you in the future by documenting the honour of your valuable donation.